যুদ্ধের হিস্টিরিয়ায় ভুগছে ভারত : আফ্রিদি

কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। জঙ্গি হামলার প্রতিশোধ নিতে ভারত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান ভূ-খণ্ডে আক্রমণ করে। এসময় ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে এক পাইলটকে পাকিস্তান আটক করে। এরপর দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। 

দেশ দু’টির এই চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানি অল-রাউন্ডার শহিদ আফ্রিদি ভারতকে যুদ্ধের হিস্টিরিয়ায় পেয়ে বসেছে বলে মন্তব্য করেছেন। 

টুইটারে এক পোস্ট ‘বুম বুম’ খ্যাত সাবেক এই ক্রিকেটার পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ধরা পড়া ভারতের বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটের একটা ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে অভি নন্দন নামের সেই পাইলট চা খেতে খেতে বলেছেন, তার সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে। পাকিস্তানি সেনারা তাকে খুব ভালোভাবে দেখাশোনা করছেন- ইত্যাদি ইত্যাদি।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে আফ্রিদি লিখেছেন, ‘পাকিস্তানি সেনাদের জন্য গর্ববোধ করি। শত্রুদেরকেও এভাবেই আমরা আপ্যায়ন করে থাকি। ভারত যে যুদ্ধের হিস্টরিয়ায় আক্রান্ত হয়েছে, সেটার এখন শেষ হওয়া দরকার। আমরা শান্তিপ্রিয় জাতি। এই সমস্যার একমাত্র সমাধান আলোচনা- যা আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান উল্লেখ করেছেন।’

শহীদ আফ্রিদির এই টুইটটি ভাইরাল হয়। এতে লাইক দিয়েছেন ২৯ হাজারের বেশি মানুষ।