যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ৮ শিশুসহ নিহত ১২

এই আমার দেশ ডেস্

যুক্তরাষ্ট্রের ফিলেডেলফিয়া শহরে একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আট শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় পেনসিলভেইনিয়া অঙ্গরাজ্যের বৃহত্তম শহরটির ফেয়ারমন্ট এলাকার তিন তলা ভবনের একটি সারির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ওই ভবনগুলো সরকারি অর্থে পরিচালিত যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম হাউসিং কর্তৃপক্ষ ফিলাডেলফিয়া হাউসিংয়ের সম্পত্তি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রথমে ১৩ জনের মৃত্যুর কথা বলা হলেও পরে ফিলাডেলফিয়ার দমকল কর্মকর্তারা সংখ্যাটি কমিয়ে ১২ জন বলে জানান।

এক সংবাদ সম্মেলনে ডেপুটি ফায়ার কমিশনার ক্রেগ মার্ফি জানান, আগুনে আটটি শিশুর মৃত্যু হয়েছে।

এরপর মেয়র জিম কেনি সাংবাদিকদের বলেন, “আপনাদের প্রার্থনায় এই শিশুদের রেখেন।”

দমকল কর্মকর্তারা জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে, কিন্তু ভবনটিতে অতিরিক্ত লোক ছিল; একটি কাঠামোতে দু’টি পরিবার থাকার কথা থাকলেও সেখানে ২৬ জন ছিল।

স্মোক ডিটেক্টরও কাজ করেনি বলে জানিয়েছেন তারা।

প্রতিবেশীরা স্থানীয় সংবাদ কর্মীদের জানান, চিৎকার ও আগুনে পোড়ার গন্ধ পেয়ে তারা ঘুম থেকে জেগে ওঠেন, তারপর দৌঁড়ে বাইরে গিয়ে তৃতীয় তলার জানালায় আগুনের লকলকে শিখা দেখতে পান।

দমকল কর্মকর্তা মার্ফি বলেন, “পরিস্থিতি ভয়ানক ছিল। প্রায় ৩৫ বছর ধরে এই চাকরিতে আছি, যতগুলো ঘটনা দেখেছি তার মধ্যে এটি সম্ভবত অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড।”

ভবনটির স্মোক ডিটেক্টর নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।