যশোর চৌগাছায় পানিতে ডুবে রোজাদার এক বৃদ্ধার মৃত্যু

উৎপল ঘোষ,(ক্রাইম রিপোর্টার )যশোর ঃ যশোর
 চৌগাছায় আজ দুপুরে কহিনুর বেগম (৭৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

পরিবারের লোকজন জানায়, নিহতের ছোটমেয়ের মাস তিন আগে বিয়ে হয়। করোনাকালে স্বল্প আয়োজনের আজ সন্ধ্যায় মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর অনুষ্ঠান ছিল। পারিবারিক সেইসব কাজ সম্পন্ন করে তিনি বেলা ১২টার দিকে বাড়ির পুকুরে গোসল করতে যান। কিন্তু বাড়িতে না ফেরায় স্বজনরা খুজতে থাকেন। দেখেন তার দুটি পা পানিতে ভাসছে, মাথার দিকটা ডুবে রয়েছে।
তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের মেডিকেল অফিসার সামিনা জেবিন তাকে মৃত ঘোষণা করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কহিনুর বেগম যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
তার ছেলে সেলিম রেজা বলেন, মা বেলা বারোটার দিকে বাড়ির পাশে আমাদের পুকুরে গোসল করতে যান। কিন্তু ফিরতে দেরি হওয়ায় খুঁজতে গিয়ে দেখা যায় তার পা দুটি ভেসে উঠেছে। মাথার দিকটা পানিতে ডুবে আছে।
তার ধারণা, পানির মধ্যেই স্ট্রোক করে মারা গেছেন তিনি।
সংবাদ পেয়ে চৌগাছা থানা পুলিশের এসআই বাচ্চু হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট করেন। তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়াই বৃদ্ধার মরদেহ দাফন করার অনুমতি চেয়ে পরিবারের সদস্যরা আবেদন করেছেন।