যশোর অভয়নগর উপজেলায় আমন মৌসুমে ৭ হাজার ৫ শ’ ৩৫ হেক্টর জমিতে বাম্পার ফলন

উৎপল ঘোষ,(ক্রাইম রিপোর্টার) যশোরঃ যশোর অভয়নগর উপজেলায় আমন মৌসুমে ৭ হাজার ৫ শত ৩৫ হেক্টর জমিতে বাম্পার ফলন উৎপাদন হয়েছে।
উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, গত অর্থ বছরে উপজেলায় ৭ হাজার ৫ শত হেক্টর জমিতে আমনের চাষ ছিলো।চলতি অর্থ বছরে ৭ হাজার ৫ শ’ ৩৫ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে।গত বছরের তুলনায় এ বছর ৩৫ হেক্টর জমি চাষাবাদ বৃদ্ধি পেয়েছে।পোকার আক্রমণ গত বছরের তুলনায় অনেক কম।
উপজেলার উপসহকারি কর্মকর্তা বিশ্বেসর মন্ডল বলেন,যে সময় পোকার আক্রমণ হয় সে সময়ে হালকা ভারী বর্ষণের কারণে পোকার আক্রমণ কম হয়েছে।এ ছাড়াও সারিবদ্ধভাবে চারা রোপন করার কারণে ক্ষেতে সহজে আলো বাতাস প্রবেশ করার কারণে বিভিন্ন প্রকার পোকার আক্রমণ কম হয়েছে।চারা রোপনের পরে কৃষি জমিগুলোতে ডাল পোতার কারণে বাদামী ফড়িং অর্থাৎ কারেন্ট পোকার আক্রমণ এ বছর নেই বললেই চলে।পচন জাতীয় রোগের আক্রমণ কম।
উপজেলার শুভরাঢ়া গ্রামের কৃষক ইমাদুল ইসলাম (৩৬),শিবনগর গ্রামের দিবস বিশ্বাস( ৫৯),বাঘুটিয়া গ্রামের মোস্তাক  শেখ (৩৮)বলেন,ধানের মূল্য এ বছর ভালো এবং কৃষি উপকরণের মূল্য কম যার কারণে আমরা যদি সুষ্ঠুভাবে ধান ঘরে তুলতে পারি তাহলে আমরা লাভের আলো দেখতে পাবো।