যশোরে নারী ও ইয়াবাসহ তিন যুবক আটক

উৎপল ঘোষ,(ক্রাইম রিপোর্টার )যশোরঃ

ফেনসিডিলসহ এক নারী ও ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক কারবারী যশোরের কোতয়ালী থানার ধোপাপাড়ার রাজিয়া খাতুনকে (৪৫) আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

রাজিয়া ইজিবাইকে করে যশোর থেকে নড়াইলে আসছিলেন। এ সময় তার কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ। এরা হলো-নড়াইল সদরের তুলারামপুর গ্রামের আমিনুল ইসলাম (২২) ও ইমাম হাসান রোমেল (২৮)। তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এছাড়া বিকেলে সদরের দত্তপাড়া এলাকা থেকে মাদক কারবারী রামচন্দ্রপুর গ্রামের জহিরুল ইসলামকে (২৯) আটক করে পুলিশ। তার পরিহিত লুঙ্গির ভেতর থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ডিবি পুলিশের ওসি শিমুল কুমার দাস বলেন, আটককৃত চারজনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।