যশোরের ৬টি আসনেই নৌকার জয়

যশোরে প্রতিনিধি : যশোরের ৬টি আসনের সবক’টিতেই বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তারা হলেন যশোর-১ (শার্শা) আসনে শেখ আফিল উদ্দিন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন, যশোর-৩ (সদর) আসনে কাজী নাবিল আহমেদ, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে রনজিৎ কুমার রায়, যশোর-৫ (মণিরামপুর) আসনে স্বপন ভট্টাচার্য্য এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ইসমাত আরা সাদেক।
জেলা রিটার্নিং অফিসার এ ফল ঘোষণা করেন।
বিজয়ী প্রার্থী ও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন:

যশোর-১ (শার্শা)
মোট কেন্দ্র: ১০২
আ. লীগের শেখ আফিল উদ্দিন পেয়েছেন ২ লাখ ৯ হাজার ৩ ভোট
বিএনপির মফিকুল হাসান তৃপ্তি পেয়েছেন ৪ হাজার ৮০২ ভোট

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা)
মোট কেন্দ্র: ১৭৫
আ. লীগের মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন পেয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৯৫ ভোট
বিএনপির মুহাদ্দিস আবু সাঈদ মুহাম্মদ শাহাদৎ হুসাইন পেয়েছেন ১২ হাজার ৯৮৮ ভোট

যশোর-৩ (সদর)
মোট কেন্দ্র: ১৭২
আ. লীগের কাজী নাবিল আহমেদ পেয়েছেন ৩ লাখ ৬১ হাজার ৩৩৩ ভোট
বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন ৩১ হাজার ৭১০ ভোট

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর)
মোট কেন্দ্র: ১৪৫
আ. লীগের রনজিৎ কুমার রায় পেয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৮১ ভোট
বিএনপির টি এস আইয়ূব পেয়েছেন ২৫ হাজার ৯১৯ ভোট

যশোর-৫ (মণিরামপুর)
মোট কেন্দ্র: ১২৬
আ. লীগের স্বপন ভট্টাচার্য্য পেয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৩৮২ ভোট
জমিয়াতে উলামায়ে ইসলামের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস পেয়েছেন ২৩ হাজার ১১২ ভোট

যশোর-৬ (কেশবপুর)
মোট কেন্দ্র: ৭৯
আ. লীগের ইসমাত আরা সাদেক পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৩ ভোট
বিএনপির আবুল হোসেন আজাদ পেয়েছেন ৫ হাজার ৫৪৮ ভোট