মোড়েলগঞ্জ হোগলাবুনিয়ায় ১৯৭১ সনের পর থেকে যে সকল চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন

মাসুম বিল্লাহ, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট মোড়েলগঞ্জ উপজেলায় মোট ১৬টি ইউনিয়ন রয়েছে তার ভিতরে ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নে ১৯৭১ সালের স্বাধীনতার পরে যারা বিজয় অর্জন করে ১০নং হোগলাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় চেয়ারম্যান পদ পেয়েছেন এবং কে কত সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তা নিম্নে উল্লেখ করা হলো।

মোঃ ওয়াজেদ আলী হাওলাদার তিনি ১৯৭১ সনের পরে সর্বপ্রথম ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন,তিনি জনগণের ভোট দুইবার নির্বাচিত হয়েছেন,০১.০১.১৯৭২ সাল থেকে ২৯.০৩.১৯৭৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং২৯.০২.১৯৭৭ থেকে ০৩.০৯.১৯৮৪ সাল পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে মোট ১০ বসর।

আবুল কাশেম শাহ ফকির তিনি ব্যাক্তি হিসাবে দ্বিতীয়বার ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন,তিনি জনগণের ভোটে একবার নির্বাচিত হয়েছেন,৩০.০৩.১৯৭৪ থেকে ১৫.০৪.৭৭.১৯৭৫ সাল পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন,

মোঃ সরোয়ার হোসেন তিনি ব্যাক্তি হিসাব তৃতীয়বার ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন,তিনি জনগণের ভোটে ৪ বার নির্বাচিত হয়েছে,১০.০৩.১৯৮৪ থেকে ২৫.০৭.১৯৮৯ সাল পর্যন্ত, ২১.১১.১৯৯২ থেকে ০৪.০২.১৯৯৮ সাল পর্যন্ত,০৫.০৪.২০০৩ থেকে ১৪.০৫.২০১১ পর্যন্ত, ১৫.০৫.২০১১ থেকে ১৪.০৫.২০১৬ পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে মোট ২০ বসর।

এম এ বারী তিনি ব্যাক্তি হিসাব চথুর্থবার ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন,তিনি জনগণের ভোটে ২ বার নির্বাচিত হয়েছেন,২৬.০৭.১৯৮১ থেকে ২০.১১.১৯৯২ সাল পপর্যন্ত,০৫.০২.১৯৯৮ থাকে ০৪.০৪ ২০০৩ সাল পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে মোট ১০ বসর।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরামুজ্জামান তিনি ব্যাক্তি হিসাব পঞ্চমবার ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন,তিনি জনগণের ভোটে ২ বার নির্বাচিত হয়েছেন,১৫.০৫.২০১৬ সাল থেকে ২৭.১০.২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন,২০২১ সালে আবার পুনরায় নির্বাচিত হয়ে দায়িত্ব চলমান রয়েছেন।

মোঃ সরোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরামুজ্জামান ব্যাতিতো সকল চেয়ারম্যানগণ মৃত্যু বরণ করেছেন।