মোচিকে চাষিদের পাওনা ২০ কোটি টাকা পরিশোধের দাবীতে ঝিনাইদহ ডিসির কাছে স্বারকলিপি

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের কাছে পাওনা টাকা পরিশোধের দাবিতে জানিয়েছেন আখচাষিরা। দাবি জানিয়ে সোমবার দুপুরে আখচাষিরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।

মিল কর্তৃপক্ষ ও আখচাষিরা জানান, মোবারকগঞ্জ চিনি কলের কাছে বিক্রিত আখের মূল্য বাবদ চাষিরা ২০ কোটি টাকা পান। মিল কর্তৃপক্ষ টাকার অভাবে চাষিদের পাওনা টাকা পরিশোধ করতে পারছে না। এদিকে পাওনা টাকা না পেয়ে চাষিরা চরম আর্থিক সংকটে পড়েছেন।

স্মারকলিপি প্রদানকালে মোবারকগঞ্জ চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু, কৃষক মিজানুর রহমান, মনিরুজ্জামান স্বপন, আক্কাস আলী, আলি আকবর মালিতা, রমজান আলী, আব্দুস সাত্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কৃষক নেতারা বলেন, চলতি মাড়াই মৌসুমে মোবারকগঞ্জ চিনি কলের কাছে প্রায় সাড়ে ৫ হাজার আখচাষিরা ২০ কোটি টাকা পাবেন। তারা এ টাকা দ্রুত পরিশোধের দাবি জানান।

মোবারকগঞ্জ চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলি শিকদার বলেন, উৎপাদিত চিনি বিক্রি না হওয়ায় চাষিদের পাওনা ২০ কোটি টাকা পরিশোধ করা যাচ্ছে না। তবে কর্তৃপক্ষ চাষিদের পাওনা টাকা পরিষশোধের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছে।