মোংলায় রাতে বাঘের আতঙ্ক

মাসুম বিল্লাহ, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট মোংলা থানার দুইটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ বাঘের আতঙ্ক কাটাতে হচ্ছে রাত।সন্ধ্যার হওয়ার সাথে সাথে বাঘের গর্জ শোনা যায় রাত যত গভীর হয় বাঘের গর্জন ততো শোনা যায়।মোংলা উপজেলার ৫নং সুন্দরবন ইউনিয়ন ও ৬নং চিলা ইউনিয়নের জনগণের রাতে বাঘের গর্জেনে ঘুম কেড়ে নিছে কখন যেন বাঘে আক্রমণ করে বসে সেই ভয়ে।

স্থানীয়রা বলেন,আমাদের গ্রাম সুন্দরবনের নিকটে কিছু দিন ধরে রাতে বাঘের ডাক শোনা যাচ্ছে তার জন্য আমারা চিন্তায় থাকি পরিবার নিয়ে কখন যেন আক্রমণ করে,অন্য এক ব্যাক্তি বলেন আমি সুন্দরবনের নদীতে মাছ ধরে তা বিক্রি করে সংসার পরিচালনা করি তবে কিছু দিন ধরে মাছ মারতে যেতে পারছিনা বাঘের ভয়ে।

স্থানীয় সুত্রে জানা যায় এই মৌসুমিতে সুন্দরবন থেকে বাঘ চলে আসে এই লোকালায়,অনেক সময় আমাদের গৃহপতি পশুর উপর এবং মানুষের উপর আক্রমণ করে।

এব্যাপারে ৬নং চিলা ইউপি চেয়ারম্যান বলেন,সুন্দরবনের নিকটে খরমা নামের যে নদিটি আছে ঐটা খনন করে অপদা করে লাইট পোস্ট দেয়া হয় তাহলে বাঘ আর এই লোকালায় প্রবেশ করতে পারবেনা,সেই ব্যাপারে বনবিভাগের কর্মকর্তাদের উপর অনুরোধ জানাবো।