মোংলায় নৌকা প্রতীকের ৪ কর্মী আহত।

খান আশিকুজ্জামান মোংলা (বাগেরহাট) :
বাগেরহাটের মোংলায় নৌকার প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় অভিযোগের তীর ঈগল প্রতীকের কর্মীদের দিকে। অভিযোগ বলছে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর)রাতে এ হামলায় চালানো হয়।এ হামলায় নৌকার চারজন কর্মী আহত হয়েছেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। সে সময় দুজন আহত হন।

আহতদের পরিবারের দাবি, উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকার চায়না মার্কেটের চায়ের দোকানে আজ সন্ধ্যায় বসা ছিলেন নৌকা প্রতীকের কর্মীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈগল প্রতীকের কর্মীরা দোকানে বসে থাকা নৌকা প্রতীকের ওই কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।

আহতরা হলেন—ইলিয়াছ হাওলাদার (৩৮), দুলাল জোমাদ্দার (৩৪), মনিরুল খাঁন (৩৬) ও আলতাফ হাওলাদার (৪০)।

এর আগে আজ সকালে পৌর শহরের কবরস্থানের বান্ধাঘাটায় মারপিটে আহত হন শেখ সাদী বাদল ও কাঁচাবাজারে নাসির খাঁ।

অভিযোগকারীরা জানান, এ ঘটনায় দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আর সন্ধ্যায় হামলার ঘটনায়ও থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।