মেহেরপুর বিজিবির দাবী ‘মিসটেক’, তিন যুবককে নির্যাতনের অভিযোগ

এই আমার দেশ ডেস্ক

তিন যুবকের উপর বিনা কারনে নির্যাতনের অভিযোগ উঠেছে সদর উপজেলার বুড়িপোতা বিজিবি ক্যাম্পের সদস্যদের বিরুদ্ধে।

এ নিয়ে বুড়িপোতার গ্রামবাসী বিক্ষোভসহ বিজিবি ক্যাম্প ঘেরাও করতে গেলে পথে মধ্যে বুগড়পোতা গ্রোমের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বিষয়টির আইনগত ব্যবস্থার আশ্বাস দিয়ে গ্রামবাসীকে শান্ত করে ।

গতকাল বিকেল ৫ টার দিকে বুড়িপোতা বাজিতপুর বিওপি বিজিবি ক্যাম্পের সামনে এই ঘটনা ঘটে।

ক্যাম্পের কমান্ডার নজরুল ইসলাম নির্যাতনের ঘটরা স্বীকার করে বলেন ভুল ইনফরমেশনের জন্য এমন ঘটনা ঘটেছে।

নির্যাতিত তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

নির্যাতনের স্বীকার তিন যুবক হলেন বুড়িপোতা গ্রামের রিয়াজ আলি, রুবেল আহমেদ ও শামিম রেজা ।

নির্যাতিত রিয়াজ আলী বলেন, আমাদের পাশের গ্রাম বাজিতপুরে আমাদের চাষের জমি আছে।

গতকাল বিকেলে আমরা তিনজন মোটর সাইকেলে করে জমি দেখার উদ্দেশ্য ক্যাম্পের সামনে পৌছালে বিজিবি সদস্যরা আমাদের দাঁড় করায়। আমাদের বাড়ি কোথায় জানতে চাইলে আমার বলি পাশের গ্রামে, তখন তারা আমাদের গালগালিজ করেন। এর পর বিজিবি সদস্যরা লাঠি নিয়ে এসে আমাদের বেদম প্রহর করে।

বুড়িপোতা ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জানান,যে তিনজন নির্যাতনের শিকার হয়েছে তাদের মত নিরিহ ছেলে অত্র এলাকায় নাই। তাদের মধ্য দুইজন ছাত্র ও একজন কৃষক। গ্রামের নিরীহ মানুষদের মাঝে মাঝেই নির্যাতন করেন, আমি সহ গ্রামের সকলে এর সুষ্ঠ বিচার চাই।
বুড়িপোতা ক্যাম্পের কমান্ডার নজরুল ইসলাম বলেন এটা একটা মিসটেক। আমাদের তথ্যদাতা ভুল তথ্য দিয়ে ছিলো তাই এমন ঘটনা ঘটেছে। আমরা বসে মীমাংসা করে নিবো। তিনি আরো বলেন, আমরা একেকটি ক্যাম্পে ২/৩ মাস থাকি তাই আমাদের সোর্সের উপর নির্ভর করতে হয়।