মেহেরপুরে জ্বালানী তেল,সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি,পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, সহ  নিত্য প্রয়োজনীয়  দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোব সমাবেশ।

স্বপন আলী,মেহেরপুরঃ
মেহেরপুরে বিদ্যূতের ভয়াবহ লোডশেডিং ও সকল পণ্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় হত্যাকান্ডের বিরুদ্ধে মেহেরপুর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শোমবার বিকেলে মেহেরপুর সহরের কাথুলী বাসস্টান্ডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন,জেলা বিএনপির সহ- সভাপতি আব্দুর রহমান,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জুলফিকার আলী ভুট্ট,জেলা বি এনপির  যুগ্ন সম্পাদক আব্দুল আওয়াল, সহ সংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরিজুললা বাবলু মাস্টার, মেহেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপন প্রমুখ বক্তব্য রাখেন।পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক,মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম,গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু,পৌর বি এনপির সাধারন সম্পাদক মকবুল হসেন মেঘলা, প্রমুখ,উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক চপল,সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবদলের সিনয়র সহ সভাপতি হক,এছাড়াও এ সময় মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।