মুজিব বর্ষ উপলক্ষে দুঃস্থদের মাঝে খান মাসুদের কম্বল বিতরণ

বন্দর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় নাসিক ২২নং ওয়ার্ড নূরবাগ এলাকাস্থ নূরবাগ যুব সংগঠনের কার্যালয়ে প্রায় আড়াইশ পরিবারের মাঝে একম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ পূর্বে যুবলীগ নেতা খান মাসুদ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদেশ স্বাধীন হতনা । পাকিস্তানের শোষকদের কাছথেকে নিরীহ বাঙালিদের রক্ষা করতে ও তাদের অধিকার আদায়ে ১৯৭১ সালে বঙ্গবন্ধু দিয়েছিলেন মহান স্বাধীনতার ডাক। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই এদেশ স্বাধীন হয়েছিল। পাকিস্তানী সেনাবাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ ও যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে খবু অল্প সময়ে ঘুরে দাঁড়করিয়েছিলেন তিনি। তিনি বলেন, এই মহান নেতা যদি বেঁচে থাকতো তাহলে এদেশ অনেক আগেই সিঙ্গাপুর মালোশিয়ার মতো উন্নত থাকতো। বঙ্গবন্ধু জীবিত থাকেেল এখানে কম্বল নেয়ার জন্য আপনাদের লাইনে দাড়িয়ে থাকতে হতোনা। পিতার স্বপ্ন বাস্বতবায়নে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশে^র ১৯৫টি দেশে তাঁর জন্মশতবার্ষিকী উদ্যাপন করবে। আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরাও এবছরটিকে মুজিব বর্ষ হিসেবে পালিত করছি। সে উপলক্ষে আমাদের সাধ্যের ক্ষদ্রতম অর্থদিয়ে চেষ্ঠা করছি আসহাদের পাশে দাঁড়াতে। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও বেশি বেশি আপনাদের সহযোগিতা করতে পারি। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,স্থানীয় পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক রিপন, হাফেজিবাগ পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি জাবন হোসেন,নূরবাগ মসজিদের মোতোয়ালি নূর ইসলাম,আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, নূরবাগ যুব সংগঠনের সভাপতি আমির হোসেন,সাধারণ সম্পাদক রাজু আহমেদ,নুরুজ্জামান,ইমরান চিশতী মোঃ রাজিব, মোঃ আমিন, মোঃ নাছির,সোহাগ,মাসুদ ুিরয়াদসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।