মুজিবনগরে ফেনসিডিলসহ দামুড়হুদার সবুর আটক

হাজী সাইফুল ইসলাম

মাদককে না বলুন” মাদক থেকে দূরে থাকুন” এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে ।

মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম এর নির্দেশনায় মেহেরপুরের মুজিবনগর ঢোলমারি গ্রামে হরেনের বটতলা থেকে ৩০ বোতল ফেনসিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মুজিবনগর থানা পুলিশ ।

্আজ শুক্রবার সকাল ১১ টার সময় মুজিবনগর থানা পুলিশের এস আই সজীব এ এস আই নাজমুল ও এ এস আই আসাদ সহ পুলিশের একটি টিম গোপন সূত্রের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায় ।
এ সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের রমজান আলীর ছেলে আব্দুর সবুরকে ৩০ বোতল ফেনসিডিল সহ ঢোলমারি গ্রামের হরেনের বটতলা থেকে গ্রেপ্তার করা হয় । মুজিবনগর মডেল থানার ওসি মেহেদি রাসেল সত্যতা নিশ্চিত করে বলেন তাহাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ।