মুজিবনগরে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে ইভোলিউশন অফ দারিয়াপুর যুব সমাজের আয়োজনে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে দারিয়াপুর খেলার মাঠে এ পিঠা উৎসবে আয়োজন করা হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান রবি। ইভোলিউশন অফ দারিয়াপুর এর পিঠা উৎসবে ১৪ টি ষ্টলে ২ শত রকমের পিঠা প্রদর্শিত হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য পিঠা হেলা ডিম সুন্দরী, স্বরুপীঠা, গোলাপ পিঠা, নারিকেল পুরি, ফুলঝুরি, চুই পিঠা, মাস কলাই পিঠা,সারা পিঠা,ডিমের পানতোয়া পিঠা,দুধ লাউ,পাতা পিঠা,হৃদয় হরণ পিঠা,ছানার আম পিঠা,চন্দ্র পুলি,বিবি খানা পিঠা,জামায় পিঠা,নকঁশি পিঠা,মাছ পিঠা,ম্যাড়া পিঠা,ইলিশ পিঠা,মিষ্টি পুলি,ঝাল পিঠা।