মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার-৭১ পূণর্বাসন সোসাইটির কালীগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী জ্যাকশন মাইকেল ও সমন্বয়কারী আজগর পাঠান

গাজীপুর সংবাদ দাতাঃ আমরা স্বাধীনতা লাভ করেছি অনেক আগে।সীমাহীন ত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতার দীর্ঘ পরিক্রমা পেরিয়ে স্বাধীনতার ৪৮ বৎসর পর মূল লক্ষ্য ও উদ্দেশ্য কতটুকু সার্থক হয়েছে, তা আজ আমাদের মনে প্রশ্ন জাগে?প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অভিজান অব্যাহত থাকার পরেও দেশে হাজারো সমস্যা বিরাজমান রয়েছে।দেশের স্বাধীনতা রক্ষর্থে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সচেতন হতে হবে ,ঘুষ-দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা,সন্ত্রাসী কার্যক্রম সামাজিক বিশৃক্ষলা,শিক্ষা নিয়ে বাণিজ্য এসব বন্ধ করতে হবে।স্বাধীনতার ৪৮ বছরের প্রাপ্তি পুরোপুরি তখনই সম্ভব হবে যখন অন্যায় দুর্নীতি এবং ৭১ এর ঘাতক,দালাল,রাজাকার,আলবদর,সৈরাচারদেরকে ধ্বংস করা হবে।গত ৩০নভেম্বর মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার-৭১ পূণর্বাসন সোসাইটির-গাজীপুর জেলা সেক্রেটারী আবু সালেক ভূইয়া,মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার-৭১ পূণর্বাসন সোসাইটির গাজীপুরের, কালীগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী হিসাবে নাম ঘোষণা করেন জ্যাকশন মাইকেল রোজারিও এবং সমন্বয়কারী হিসাবে আজগর পাঠান।