মুক্তাগাছায় প্রধানমন্ত্রীকে গালিগালাজ ও মুক্তিযোদ্ধাকে অপমানের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহ থেকে মোহাম্মদ হজরত আলীঃ ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালি গালাজ ও এক মুক্তিযোদ্ধাকে অপমান করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। গতকাল শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা-জনতার মঞ্চের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিল করেও এর প্রতিবাদ জানানো হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেম, সাবেক কমান্ডার জিন্নত আলী জিন্নাহ, সাবেক সহকারী কামান্ডার নাসিরউদ্দিন,এডভোকেট রফিকুল ইসলাম বাবুল,আওয়ামীলীগ নেতা মোহাম্মদ তারেক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলরের নেতা মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম মন্টু, খোন্দকার মঞ্জুর মালেক সুদীপ্ত, ময়েজ উদ্দিন, আসাদুজ্জামান, সুমন প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালিগালাজ ও বীর মুক্তিযোদ্ধাকে অপমানকারী জামায়াত-বিএনপি চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও সচেতন মানুষ অংশ নেন। মঙ্গলবার মুক্তাগাছার খামারের বাজারে একটি চায়ের দোকানে লবণ ও পেঁয়াজের বর্তমান বাজার ধর নিয়ে ময়মনসিংহ সদর উপজেলার নিমতলী গ্রামের আব্দুর রহিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালিগালাজ করেন। এ সময় এর প্রতিবাদ করেন মুক্তাগাছার তারাটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজ উদ্দিন। এতে ক্ষেপে যান ওই ব্যক্তি। পরে মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন।