মুকসুদপুরে কবি ও কলামিষ্ট আতিয়ার রহমান আর নেই

কাজী ওহিদ,মুকসুদপুর(গোপালগঞ্জ) থেকেঃমুকসুদপুর উপ‌জেলাধীন পৌরসভার কমলাপু‌রের গ্রামের কৃ‌তি সন্তান গুনীজন কবি, কলামিষ্ট, সাহিত্যিক, পি কে ইউ এন সরকারী প্রাথমিক বিদ্যালয়, আব্দুল খালেক একাডেমি এবং উম্মেষ পাঠাগারের প্রতিষ্ঠাতা ইঞ্জিয়ার কবি আতিয়ার রহমান আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ‌৬৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ওই দিন রাতেই নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পূন্ন করা হয়েছে। জানা গেছে, তিনি শ্বাসকষ্ট ও জ্বর জনিত কারনে গত রবিবার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসার জন্য ভর্তি হয়ে ছিলেন। সোমবার বিকাল ৫টায় তিনি মৃত্যু বরন করেন।তার মৃত্যুতে উপজেলার সাহিত্যপ্রেমী অধিকাংশ মানুষই দুঃখ প্রকাশ করেছেন।কবি আতিয়ার রহমানের মৃত্যুতে মুকসুদপুরের সাহিত‍্যাঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ হবেনা কোন দিনই। তার এ আকস্মিক মৃত্যুতে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল আলম সিকদার, বাংলার নয়নের সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক হুজ্জাত হোসেন লিটু,পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও  দৈনিক ভোরের কাগজের মুকসুদপুর প্রতিনিধি কাজী মোঃ ওহিদুল ইসলাম  শোক প্রকাশ  এবং তার রূহের মাগফিরাত কামনা করেছেন । তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।