মাল্টা চাষে স্বাবলম্বী কৃষক আবছার

ওসমান চৌধুরী, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার পর্যটন নগরীর অপরুপ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য, সাঙ্গু নদীর স্বচ্ছ জলের চোখ জুড়ানো সূদুর বেলা ভূমি চন্দনাইশ উপজেলার ধোপাছড়ী ইউনিয়নের রেখঘাটা এলেকায় প্রান্তিক কৃষক আবছারের উদ্যেগে মাত্র ৫০টি মাল্টা চারা দিয়ে চাষ শুরু করেন।এই বাগান এক বছর ঘুরতেই গাছে গাছে ফলনের সমহার ঘটে।নতুন গাছ কছি পাতা গাছ ভর্তি ফল দেখলেই চোখ জুড়িয়ে যায়। তারই ধারাবাহিকতায় আরও নতুন ৭৫ টি চারা তিনি রোপণ করেন। সেই চারাগুলো এখন ডাল পালা মেলতে শুরু করে।আশা করা যায় আগামী বছর ফলনের।মাল্টা বাগানের মালিক আবছারের সাথে কথা বলে যানা যায়, চন্দনাইশ উপজেলা কৃষি অধিদপ্তর নামে একটি সরকারি প্রতিষ্টান থাকলেও তাদের কাছ থেকে কোন প্রকার সাহায্য সহযোগিতা এমনকি কোন পরামর্শ তাদের কাছ থেকে পাওয়া যায়না বলে অভিমত প্রকাশ করেন।এলেকার অনেক কৃষকের সাথে কথা বলে যানা যায় যদি কৃষি কর্মকর্তারা সাহায্য সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকতো তাহলে ইউনিয়নের অনাবাদি অনেক জমি চাষের আওতায় আসতো এবং ইউনিয়নের অনেক বেকার যুবক স্বাবলম্বী হতে পারতে বলে মত প্রকাশ করেন।সফল কৃষক আবছার জানান উপজেলা কৃষি অধিদপ্তর একটু সদয় দৃষ্টি দিতো তাহলে তাহলে এলেকার উন্নয়নের ছোঁয়া  লাগতো।