মার্শ তাণ্ডবে ৮ উইকেটে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ ওয়ানডের শেষ ম্যাচেও পরাজয় বরণ করেছে বাংলাদেশের টাইগাররা। মিশেল মার্শের বিধ্বংসী সেঞ্চুরিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগার বাহিনী।

আজ শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬ রান তোলে বাংলাদেশ।

জবাবে অস্ট্রেলিয়া দলের মিশেল মার্শের অপরাজিত ১৭৭ রানের তাণ্ডবে ৮ উইকেট ও ৩২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশের ৩০৭ রানের জবাবে তৃতীয় ওভারে ট্রাভিস হেডকে বোল্ড করেন তাসকিন।

দ্বিতীয় উইকেটে ১২০ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ অজিদের পক্ষে নেন ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিশেল মার্শ। ৫৩ রান করা ওয়ার্নারকে ফিরিয়ে কিছুটা আশা দেখান কাটার মাস্টার মুস্তাফিজ। তৃতীয় উইকেটে ১৭৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে অজিদের জয় নিশ্চিত করেন মার্শ ও স্টিভেন স্মিথ।

ক্যারিয়ারের ২য় সেঞ্চুরিতে টাইগার বোলারদের ওপর চড়াও হন মার্শ। মাত্র ১৩২ বলে ১৭৭ রানের অপরাজিত টর্নেডো ইনিংস খেলেন অজি ব্যাটার। ১৭টি চার ও ৯টি বিশাল ছক্কা হাঁকান মার্শ।

আরেক ব্যাটার স্মিথ ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। সেই সঙ্গে ৮ উইকেটে হেরে বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশের। এর আগে পুনেতে ব্যাটিং করতে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ।

দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম ৭৬ রানের জুটি গড়ে তোলেন। শন অ্যাবটের বলে ৩৬ রানে ফিরে যান তামিম। আরেক ওপেনার লিটন দাসও ৩৬ রানে আউট হন।

দুই ওপেনারের বিদায়ের পর রানের গতি সচল রাখেন শান্ত ও হৃদয়। ৬৬ বলে ৬৩ রানের জুটি উপহার দেন তারা। অহেতুক এক রান আউটে কাঁটা পড়ে ৪৫ রানে ফেরেন শান্ত।

বাংলাদেশ অধিনায়কের বিদায়ের পর রান আউটে কাটা পড়েন মাহমুদউল্লাহ রিয়াদও। ২৮ বলের ইনিংসে ১ চার ও ৩ ছক্কায় ৩২ রান করেন রিয়াদ। পুরো টুর্নামেন্টে ব্যর্থ হওয়া হৃদয় এদিন নিজের প্রতিভার প্রতি সুবিচার করেন।

৬১ বলে ফিফটি স্পর্শ করে ৭৯ বলে ৭৪ রানে আউট হন এই তরুণ। শেষ দিকে ২০ বলে ২৯ রানের ইনিংস খেলেন মিরাজ। ৮ উইকেটে ৩০৬ রানে থামে বাংলাদেশ।