মানুষকে বাঁচাতে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ কোভিড-১৯ মহামারি থেকে মানুষকে বাঁচাতে পরবর্তী পদক্ষেপ হিসেবে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিসিএস কর্মকর্তাদের ৭১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা এখন মহামারি আকারে দেখা দিয়েছে। আমারও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। কাজেই প্রাথমিক কিছু ব্যবস্থা নিলেও ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য। এবং সেটা আমরা সেটা নেবো। আপনারাও এ ব্যাপারে সতর্ক থাকবেন। নিজেদের সুরক্ষিত রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অপরও যাবে সুরক্ষিত থাকে সে দিকে বিশেষভাবে দৃষ্টি দিন।

উল্লেখ্য যে, সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। একইসাথে জীবন-জীবিকা যেমন চালাতে হবে তেমনি সচেতন থাকার কথা উল্লেখ করেছেন তিনি।