মানিকগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রমিলার ৫৮ তম মৃত্যু বার্ষিকী উৎযাপন অনুষ্ঠিত

হাসান চৌধরী মানিকগঞ্জ সংবাদদাতাঃ মানিকগঞ্জ জেলার পাঁচটি উপজেলার সমন্বয়ে বাবুল ফাউন্ডেনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রমিলার মৃত্যু বার্ষিকী উৎযাপন অনুষ্ঠিত ২০২০। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনটি গ্রæপ কেটাগরিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার ভিতর ছিল দেশাত্ববোধক, আধুনিক, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, উচ্চাঙ্গ সংগীত. লালন গীতি, ছড়া, নৃত্য, কবিতা, মেধা যাচাই। ফাউন্ডেনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাবুল আক্তার মঞ্জুর সভাপত্তিত্বে বিচারক মন্ডলীদের মধ্যে ছিলেন- রিপন কুমার দাস, দুলাল কুমার দাস, নিখিল চন্দ্র দাস, অজিত সিংহ, সাইফুর রহমান সেলিম প্রমূখ। শিবালয় উপজেলা পরিষদ হলরুমে সকাল সাড়ে ৯টা থেকে প্রতিযোগীতা মালা শুরু হয়। “খ” শাখায় নজরুল সংগীত পরিবেশন করে সানজিদা আলম লিসান ও সঞ্জিতা পন্ডিত প্রিয়া এবং নৃত্য শিল্পী জয় বিশ্বাস ও র্পূর্ণিমা বিশ্বাস ¯্রােতা দর্শকদের হৃদয়ে মৃদু দোলা দিয়ে অভিভুত করেছে বলে জনসূতিতে জানা যায়। অনুষ্ঠানটি শুভ মুজিব বর্ষে নিবেদিত। গতকাল শিবালয় প্রেসক্লাব মিলনায়তনে বাবুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাবুল আক্তার মঞ্জুর সভাপতিত্বে আবৃত্তি ও সংগীতানুষ্ঠান পরিচালিত হয়। সানজিদা আলম লিসান সংগীপ পরিবেশন করে শ্রোতাদের বিমহীত করেন। অনুষ্ঠান মালার প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ বাসুদেব কুমার দে শিকদার-শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজ। অন্যান্য শিল্পীদের ভিতর সঞ্জিতা পন্ডিত প্রিয়া খেয়াল পরিবেশন করেন। উল্লেখ্য লিসান ও প্রিয়া জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পর্যায়ের সংগীতে প্রথম স্থান অধিকার অর্জন করেছেন।
হাসান চৌধুরী, ০১৭২৪৩৩৬৫৯৩, ০৪/০৭/২০২০, মানিকগঞ্জ।