মানিকগঞ্জে সরকার নির্ধারিত দামে মিলছে না সার

এস কে সুমন মাহমুদ,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি-

সরকার নির্ধারিত দামে সার মিলছে না মানিকগঞ্জে। কৃষকদের অভিযোগ, সংকটের কথা বলে ডিলাররা তাদের কাছ থেকে সারের দাম বেশি নিচ্ছে। অতিরিক্ত টাকা না দিলে মিলছে না চাহিদা মতো সার। আর কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, জেলায় কোনো সার সংকট নেই।

মানিকগঞ্জে সরকার নির্ধারিত দামে মিলছে না সার

মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাকরাইল গ্রামের কৃষক কিয়ামুদ্দিন। এ বছর সাত বিঘা জমিতে পেয়াজের আবাদ করছেন। কিন্তু মৌসুমের শুরুতেই বেশি দামে সার কিনতে গিয়ে দিশেহারা তিনি। একই অবস্থা এলাকার অন্য চাষিদেরও।

কৃষকদের অভিযোগ, ইউরিয়া পর্যাপ্ত থাকলেও নন ইউরিয়া অর্থাৎ টিএসপি ও এমওপি সার সংকটে অজুহাত ডিলারদের। এতে সরকার নির্ধারিত দামে মিলছে না সার। অথচ বস্তাপ্রতি ২ থেকে ৫শ’ টাকা বেশি দিলেই তা সহজেই মিলছে। বিষয়টি স্থানীয় কৃষি কর্মকর্তাদের জানিয়েও কোনো লাভ হচ্ছে না।

ডিলারদের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তারা সারের দাম বেশি নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে অনিয়মকারীদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলার কৃষি কর্মকর্তা।

কৃষকরা জানিয়েছেন, দাম বেশি নিলেও সার নেয়ার সময় রশিদ দিচ্ছে না ডিলাররা।