মানিকগঞ্জের হরিরামপুরে নির্বাচনী সহিংসতায় গ্রেফতার ২

এস.কে.সুমন মাহমুদ

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় গেন্দু মাতব্বরের বাড়িতে হামলার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্য রাতে ওই ইউনিয়নের তন্ত্রখোলা গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলো, তন্ত্রখোলা গ্রামের যোগেশ বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাস ও মৃত কানাই সরকারের ছেলে নিতাই সরকার।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি হারুকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ মোশারফ হোসেনের পক্ষে কাজ না করায় ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি গেন্দু মাতব্বরের বাড়িতে হামলায় চালানো হয়। ভোটের আগের রাতে শেখ মোশারফ হোসেনের সমর্থকরা তার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে। স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান চুন্নুর পক্ষে কাজ করার কারণেই তার বাড়িতে হামলা হয়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. মিজানুর ইসলাম জানান, ওই ঘটনায় গেন্দু মাতব্বর কয়েকজনকে আসামী করে একটি মামলা করেছিল। সেই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।