মানিকগঞ্জের হরিরামপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতীক পেলেন যারা

সাকিব আহমেদ, হরিরামপুর (মানিকগঞ্জ): আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা প্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামিলীগের দলীয় নির্বাচনী মনোনয়ন বোর্ড।

শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের মনোনয়ন কমিটির সভায় এই ১৩ প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

নৌকা প্রতীক মনোনয়ন প্রাপ্তরা হলেন, ১নং বাল্লা ইউনিয়নে মো. বাচ্চু মিয়া, ২নং গালা ইউনিয়নে মো. রাজিবুল হাসান রাজিব, ৩নং চালা ইউনিয়নে কাজী আব্দুল মজিদ, ৪নং বলড়া ইউনিয়নে মো. মোসলেম উদ্দিন খান কুন্নু, ৫নং হারুকান্দি ইউনিয়নে শেখ মোশারফ হোসেন, ৬নং বয়ড়া ইউনিয়নে মো. মহিদুর রহমান, ৭নং রামকৃষ্ণপুর ইউনিয়নে মো. ইদ্রিস, ৮নং গোপীনাথপুর ইউনিয়নে সোহরাব আলী আকন্দ, ৯নং কাঞ্চনপুর ইউনিয়নে গাজী বনি ইসলাম রূপক, ১০নং লেছড়াগঞ্জ ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন, ১১নং সুতালড়ী ইউনিয়নে মো. আব্দুস সালাম, ১২নং ধুলশুড়া ইউনিয়নে জায়েদ খান এবং ১৩নং আজিমনগর ইউনিয়নে মো. বিল্লাল হোসেন।

উল্লেখ্য, ৫ম ধাপের ৭০৭টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে অন্যান্য কার্যক্রমের তারিখ পুনঃ নির্ধারণ করে গত ৩০ নভেম্বর এক বিজ্ঞপ্তি প্রদান করে বাংলাদেশ নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর। আপিল দায়ের ১৩- ১৫ ডিসেম্বর এবং আপিল নিষ্পত্তি ১৮ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ২০ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন বছর ২০২২ এর ৫ জানুয়ারি।