মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে আমরণ অনশনে মুক্তিযোদ্ধার সন্তান শিক্ষকেরা :

মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে আমরণ অনশনে মুক্তিযোদ্ধার সন্তান শিক্ষকেরা :

১৯ মাসের বকেয়া বেতন এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” কারিগরি শাখা কর্তৃক গত ১-লা ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মানবন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে এবং গত ৮ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনে বসেছেন ৪৯ টি সরকারি পলিটেকনিক এর ৭৭৭ জন শিক্ষক। গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান আহাদ আলী দীর্ঘদিন থেকে হেপাটাইটিস-সি ভুগছেন।

 

  1. দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না বলে আমরণ অনশন করছেন এবং রাতে তার অবস্থা খারাপ হলে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে এবং ১৯ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দে দুপুর নাগাদ তার অবস্থা গুরুতর হলে এম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেছে খেতাবপ্রাপ্ত বীর বিক্রম মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধার সন্তান খলিলুর রহমান, সৈয়দ ওমর ফারুক, মোহাম্মদ হানিফ সিকদার, আজিজুর রহমান, মোঃ ইমরুল ইসলাম, ওমর ফারুক তৈমুর হসেন, মেহেদি হাসান, সঞ্জয় বনিক, মরিয়ম আক্তার। এখন পর্যন্ত আশা অনুরূপ কোনো প্রতিশ্রুতি না পাওয়ায় তারা তাদের কর্মসূচি চলমান রাখার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ সুমন হায়দার জানান ২০১০ সালে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) এর আওতায় ২০১২ ও ২০১৪ সালে মোট ১০১৫ জন বর্তমানে কর্মরত ৭৭৭ জন শিক্ষককে সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নিয়োগ দেওয়া হয় এবং ২০০৯ সালের জুনে প্রকল্প মেয়াদ শেষ হওয়ার আগেই এইসব শিক্ষকদের প্রয়োজনে তা বিবেচনায় তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে মাননীয় প্রধানমন্ত্রী গত ২২ মে ২০১৯ স্বাক্ষর করেন এবং কাজ চালিয়ে যাওয়ার জন্য স্টে অর্ডার করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠান। এরপর প্রকল্প শেষে এক বছর শিক্ষকদের বেতন পরিশোধ করা হয় কিন্তু ২০২০ সালের জুলাই থেকে বেতন বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশের পরেও এই সকল প্রকল্প বন্ধ থাকার পেছনে দেশীয় কিংবা আন্তর্জাতিক কোন চক্রের চক্রান্ত থাকেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন কেননা দেশের শিক্ষাব্যবস্থা সংকটাপন্ন হলে পুরো জাতি সংকটাপন্ন হবেন বলে তিনি মনে করেন।

নাম : রুদ্র রহমান পিয়াল।
স্টাফ রিপোর্টের,
দৈনিক এই আমার দেশ।
মোবাইল : ০১৯৬৬৯৮৭৯৮৪, ০১৭০১৪৭৯৮১৫।