মাধবকাটি বেড়িবাধ ও জমি থেকে মাটি কর্তনের অভিযোগ

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ  সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি দৌগাছি  মহা শ্মশন সংলগ্ন নৈখালের পাশ্বে সরকারি  জমি ও বেড়িবাধ কেটে  মাটি কর্তনের অভিযোগ উঠেছে।সোমবার (৪ জানুয়ারী)সকালে সরেজমিনে  যেয়ে দেখাযায়, নৈখালের পার্শ্বে মৎস্য ঘের থেকে এসকেবেটের মেশিন ও অবৈধ মহেন্দ্র ট্রাকটার দ্বারা মাটি উত্তোলন করতে। মাধবকাটি এলাকার নাম প্রকাশে অনচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন ক্ষমতার দাপটে সরকারি জমি ও বেড়িবাধ থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করছে।   এ ব্যাপারে জমির মালিক মৃত আনিছউদ্দীন সানার পুত্র আনারুল ইসলাম কে এ প্রতিবেদক জানতে তিনি বলেন, আমরা মৎস্য ঘের থেকে পলি মাটি উত্তোলন করে মাছ চাষের উপযোগী করা হচ্ছে।তিনি আরো বলেন এখানে জমির পরিমান ১৫ বিঘা এর মধ্যে রেকার্ডীয় জমির পরিমান ১২ বিঘা বাকি ৩ বিঘা জমি ডিসি আর কৃত খলিলুর রহমান সানার নামে,  সকল জমি সানা পরিবারের নামে রেকার্ডীয়।তিনি বলেন মাধবকাটি মৌজার নতুন ম্যাপের ২.৩.৪.৫.৬.৭.৪৩.৪৪.৫২মোট ১৫ বিঘা জমি।

নদীর বেড়িবাধ ও মাটি সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন এই বেড়িবাধ মাদ্রাসার ছাত্রীদের চলাচলের রাস্তা আমরা আমাদেন কাজের জন্য বেড়িবাধের মাটি কেটেছি কাজ শেষে মোরামত করে দিবো ।এবং মৎস্য ঘেরের মাটি মাধবকাটি ইট ভাটার মালিক দের কাছে বিক্রয় করছি কারন সম্পকে জানতে চাইলে তিনি বলেন মৎস্য ঘেরের পলি অপসরনের জন্য টাকার প্রয়োজন তাই ইট ভাটার মালিক দের কাছে মাটি বিক্রয় করেছি। ঠিকাদার আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন এখানে আমরা দুই ফুট মাটি পেয়েছি নিচে বালু এতে আমাদের লচ হবে, তবে পরবর্তীতে বালু উত্তলন করে আমাদের ক্ষতি পুশিয়ে নিবো। সাতক্ষীরা সদর সহকারি ভুমি কর্মকর্তা আসাদুজ্জান এর কাছে এ বিষয়  জানালে তিনি বলেন, যদি সরকারি জমি থেকে মাটি উত্তলন করে তাহলে আইনত ব্যবস্থা গ্রহন করা হবে।