মাদারীপুর সদর উপজেলার পশ্চিম মাদ্রায় বারি সূর্যমুখী-২ ব্যাপক ফলন

রোমান, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলার পশ্চিম মাদ্রা গ্রামের সামিমুল ইসলাম হালিমের ২৬ শতাংশ জমিতে বারি সূর্যমুখী-২ ব্যাপক ফলন ধরেছে ও লাভের আশা করছেন চাষি সামিমুল ইসলাম হালিম।

মাদারীপুর শহর থেকে যাতায়াত ব্যবস্থা ভালো থাকায় প্রতিদিন প্রায় শতাধিক মানুষ দেখতে আছে সূর্যমুখী বাগান।

চাষি সামিমুল ইসলাম হালিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নিজ খরচে ২৬ শতাংশ জমিতে বারি সূর্যমুখী -২ চাষ করেছি। তবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে অনেক দিক থেকে সাহায্য করেছে এবং মাঝে মাঝেই আমার ও আমার জমির খোঁজখবর নেয়।

উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার হেমায়েত হোসেন বলেন, আমাদের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় উপকরণ ও তথ্য দিয়ে প্রতিনিয়ত সাহায্য করছি। আগামীতে গ্রামের যুবসমাজ এই সূর্যমুখী চাষে আগ্রহী হয় সেই ব্যবস্থা গ্রহন করছি।