মাদারীপুরে শিশু হত্যার দায় স্বীকার করে চাচীর জবানবন্দি

রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে শিশু কুতুব উদ্দিনকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন শিশুর আপন চাচী।

শনিবার (১৮ সেপ্টম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন সেরনিয়াবাদ।

তিনি জানান, মাদারীপুরের শিবচরে অপহরণের ৩ দিন পর শরীয়তপুরের জাজিরায় আপন চাচার বাড়ির নির্মাণাধীন ভবনের টয়লেটের মেঝের নিচ থেকে বালু চাপা অবস্থায় শিশু কুতুব উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার আপন বড় চাচী নার্গিস আক্তার ও তার মেয়ে হাফসা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

পরে বিকেল ৫টার দিকে মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদের। এ সময় চাচী নার্গিস আক্তার হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তবে নার্গিস আক্তারের মেয়ে হাফসা আক্তারের বয়স কম হওয়ায় তার জবানবন্দি নেয়া হয়নি।তাকে রোববার আদালতে তোলা হবে।