মাদক নেশা বর্জন কৃষি নেশা অর্জনে একটি বাড়ি একটি খামার

খুলনা অফিস : অর্থ স্বচ্ছ পরিবার গড়তে পরিবারের সদস্যদের সমন্বয় ভূমিকা প্রথম জরুরি। পরিবারের সবাই চাইলে ঘরে বসেও অর্থ উপার্জন করা যায়। তেমন একজন গুণী ব্যক্তি কে নিয়ে আজকের লিখনী।
মোঃ সোলায়মান শেখের পুত্র মোঃ হাফিজুর রহমান মিলন মাদক নেশা বর্জন কৃষি নেশা অর্জন শ্লোগানটি মুখে নিয়েই গড়ে তুলেছেন একটি বাড়ি একটি খামার। মিলন জানান একটি বাড়ি একটি খামার সমাজ তথা জাতিকে অর্থ উন্নয়নে সাবলীল করতে প্রধান গুরুত্ব ভূমিকা রাখতে পারে একই সাথে সরকার ইতিমধ্যেই নানান ভাবে কৃষকদের উপর ভর্তুকি দিয়ে আসছে। আমার দেশের শিক্ষিত বেকার ভাই বোনদের এরূপ উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করেন। বেকারত্ব দূর হতে পারে মাদক মুক্ত হতে পারে এই সমাজ। প্রকৃতি রক্ষার দায়িত্ব আমাদের সকলের। তিনি একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে পাচ কাঠ জমির উপর যথারীতি মাছ, হাস, মুরগি খরগোশ সহ ০৫ টি ছাগল আছে আরো দুটি গরু কেনার পরিকল্পনা রয়েছে।