মাদকের কালো ধোয়া গ্রাস করেছে শালিকা গ্রাম


মেহেরপুর প্রতিনিধি: গাজার ধোয়াই ভাসছে বড় গাংনী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম।এর মধ্যে শালিকা গ্রামে কিছু মাদক ব্যবসায়ীদের জন্য এলাকার যুবসমাজ মাদকের মত বিষাক্ত জিনিসের দিকে দিন দিন ঢুলে পড়ছে। শালীকা গ্রামের মো: কাবরান(৫০),মো: জাকির হোসেন(৩৫) ও মো: জুয়েল(২৫) এরা এরাকার বাইরে বিভিনন জায়গা থেকে গাজা ক্রয় করে সমাজের তরুন,যু্বক বয়সকদের মধ্যে অনেক বেশি দামে বিক্রয় করছে। আর এই গাজা ক্রয় করার জন্য মাদক সেবিরা সমাজে বিভিনন ভাবে অপরাধমুলক কাজে জড়িয়ে পড়ছে। এমনকি এর প্রভাব পড়ছে তার পরিবারের উপর।মাদক ক্রয় করার জন্য টাকা না পেলে কাড়িতে বাবা মা এমনকি বউয়ের সাথে খারাপ ব্যবহার করে হলেও টাকা নিচছে এই মাদক নামের বিষ কিনে খাচছে।এই ব্যপারে বড় গাংনী তদন্ত কেন্দ্রে অফিসার্স ইনচার্জ সোহানের কাচছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টা নিয়ে আমরা ভাবছি এবং ইনফর্মার লাগিয়েছি,যতদুর্ত সম্ভব এদেরকে আইনের আওতায় এনে কঠীন খেকে কঠিনন্র শাস্তির বেবস্থা করব। এলাকার সুশিল সমাজ ও সচেতন মানুষ দাবি জানিয়েছেন এসব মাদক কারবারিদের উপযুকত শাস্তির বেবস্থার দাবি জানিয়েছেন প্রশাশনের উরধতন করতিপক্ষকে।