মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তুর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে মহেশপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন ছিলেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার,মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খান ও স্থানীয় নেতৃবৃন্দ। সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অপরদিকে গাজীরনেছা বালিকা বিদ্যালয়ের উদ্যোগে ৫টি স্কুলের ছাত্রছাত্রী একত্রে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে শহীদ বেদীতে ফুল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রভাত ফেরীতে গাজীরননেছা বালিকা বিদ্যালয় ছাড়াও ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেড়েরমাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়,একতারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, অংশহগ্রন করে। শহীদ মিনার চত্বরে আলোচনাসভায় সভাপতিত্ব করেন গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুর রহমান। পরিশেষে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।