মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা

মেহেরপুর প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর ভৈরব নদে বিজয় দিবস নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর ভৈরব নদে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ওবাইদুল্লাহ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন, বারদী ইউনিয়ন, আমদাহ ইউনিয়ন, বুড়িপোতা ইউনিয়ন এবং কুতুবপুর ইউনিয়ন নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, সদর থানার ওসি রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, বাড়াদি ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম সহ হাজার হাজার দর্শক নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতায় পিরোজপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন, বারদী ইউনিয়ন রানার আপ, বুড়িপোতা ইউনিয়ন তৃতীয় স্থান অর্জন করে।