ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সিট খালি নেই

এমদাদুল হক, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে ২১০ বেডের বিপরীতে আজ রোগী ভর্তি ৫৮০ জন। স্বভাবতই কোভিড ইউনিটে কোন সিট খালি নেই এবং আইসিইউতে কোন বেড খালি নেই। এমনকি ফ্লোরে পর্যন্ত রোগী রাখার মত অবস্থা নেই। ন্যূনতম চিকিৎসা ও অক্সিজেন দিতে আমরা হিমশিম খাচ্ছি।

আমরা লক্ষ্য করছি ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি অন্যান্য বিভাগ থেকেও রোগীরা এখানে ভর্তির জন্য আসছেন। এর ফলে একটি হাসপাতালের উপর অস্বাভাবিক চাপ বৃদ্ধি পেয়েছে এবং রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা দুরূহ হয়ে পড়ছে।
তাই, আপনারা কোভিড সুচিকিৎসার প্রয়োজনে এসে নিকটস্থ উপজেলা বা জেলা হাসপাতালে যোগাযোগ করুন। সেখানেই প্রয়োজনীয় চিকিৎসা বিদ্যমান রয়েছে। সংশ্লিষ্ট হাসপাতাল প্রয়োজন মনে করলে তাদের লিখিত রেফারেলসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসতে পারেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আরেো জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে কোন সিট খালি নেই। আইসিইউ বেডও খালি নেই এবং আইসিইউ বেডের জন্য অপেক্ষমান তালিকাও বেশ দীর্ঘ।
মহান আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুক।