ময়মনসিংহ বিভাগের সেরা করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠান

মোঃ সাইফুল ইসলাম ঃ সমৃদ্ধির সোনালী দিন,আনতে হলে আয়কর দিন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ১৩ নভেম্বর সকাল ১০ টায় ময়মনসিংহ বিভাগের চারটি জেলা ও কিশোরগঞ্জ জেলাসহ গঠিত ময়মনসিংহ কর অঞ্চলের সেরা করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান ২০১৯ অনুষ্ঠান ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়াম এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম পি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু ।ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি ডঃ মোঃআক্কাস উদ্দিন ভূইয়া।জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)মোঃ হুমায়ুন কবীর।চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শংকর সাহা।টেক্সেস বার অ্যাসোসিয়েশন এর সভাপতি এড,সাদিক হোসেন। কর অঞ্চলের সর্বোচ্চ করদাতা মাহবুব রেজা করিম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার মোঃ ফজলুর রহমান।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন এবং স্বাগত বক্তব্য উপস্থাপন করেন অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মোঃ শামীমুর রহমান। আগামীকাল ১৪ নভেম্বর বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭ দিন এই মেলা অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ জিমনেসিয়ামে ৭ দিনব্যাপী আয়কর মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আগত সম্মানিত আয় করদাতাগণ কে আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যাপারে সহায়তা প্রদান করা হবে।মেলার স্টলগুলোতে আয়করের পরামর্শ প্রদান,আয়কর রিটার্ন গ্রহণ, ভ্যাট বিষয়ে তথ্য প্রদান,সঞ্চয়পত্র সংক্রান্ত পরামর্শ প্রদান করা হবে। অনুষ্ঠানে বক্তাগণ আয় করে প্রতি জনগণের বিচি দূর করে কর বান্ধব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কর দেশের উন্নয়নের হাতিয়ার কর এর অর্থ ছাড়া উন্নয়ন কর্মকাণ্ড স্থবির বলে আখ্যায়িত করেন। জনগণকে করে প্রতি উৎসাহিত করার জন্য 2019 সালে সর্ব শ্রেষ্ঠ করদাতা দের মধ্যে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।