মতলব সরকারি ডিগ্রী কলেজে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ‘কোটি মানুষের কন্ঠস্বর’ স্মরনিকা উপহার

হারুন অর রশিদ, মতলব প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিক উপলক্ষে ঐতিহ্যবাহী মতলব সরকারি ডিগ্রী কলেজে প্রকাশিত ‘কোটি মানুষের কন্ঠস্বর’ স্মরনিকা উপহার দেয়া হয়েছে। গত ১৪ ফেব্রæয়ারী রোববার সকালে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ’র হাতে এ স্মরনিকাটি তুলে দেন মতলব ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আবুল কাশেম পাটোয়ারী। এ সময় কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক প্রথম আলো পত্রিকার মতলব প্রতিনিধি মো: জাকির হোসেন এবং দৈনিক চাঁদপুর সংবাদের সহ-সম্পাদক ও সপ্তাহিক পাঠক সংবাদের উপদেষ্টা সম্পাদক মো: জাহাঙ্গীর আলম প্রধান।