মতলবে সরস্বতী পূজা অনুষ্ঠিত

হারুন অর রশিদ, মতলব প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব দক্ষিণ হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন ও বিদ্যা দেবীর আরাধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল হতে উপবাস থেকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভক্তরা প্রার্থনা জানাচ্ছেন বিদ্যার দেবীর। বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভক্তি জানাচ্ছেন তারা।

করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় এবার পূজা ম-প এবং বিভিন্ন মন্দিরে সীমিত পরিসরে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পূজার আয়োজন করা হয়েছে।

এ দিকে সরোজমিনে গিয়ে দেখা যায়, জেলার মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজারের রতন ডাক্তারের বাড়ীতে নারায়ণপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রনজিৎ বসু সরস্বতী পূজা উদযাপন ও বিদ্যা দেবীর আরাধনার আয়োজন করে। পূজার আনুষ্ঠানিকতার বাইরে অন্য কোনও আড়ম্বরতা থাকছে না।

মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি ও ধর্মীয় আলোচনা সভা কিংবা জনসমাগম হয় এমন আয়োজন সম্পূর্ণভাবে বন্ধ। জেলার সকল উপজেলায় সার্বজনীন পূজা কমিটি স্বাস্থ্যবিধি মেনে সরস্বতী পূজার আয়োজন করেছে।