মতলবে উপজেলা স্ব ও প. প. কর্মকর্তার করোনা টিকা গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু

হারুন অর রশিদ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রেজিষ্ট্রেশন সম্পন্নকারী ফ্রন্ট লাইন ম্যানদের মধ্যে সর্ব প্রথম এই ভ্যাকসিন দেওয়া হয়।
৭ ফেব্রæয়ারি রোববার সকালে মতলব ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিজে ভ্যাকসিন গ্রহণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: গোলাম কাউছার হিমেল। সকাল ১০টায় মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভ্যাকসিন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ: রহিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, স্বাস্থ্য সহকারী নয়ন সরকার সহ অন্যান্যরা ভ্যাকসিন গ্রহণ করেন।
মতলব উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: গোলাম কাউছার হিমেল বলেন, এ উপজেলায় প্রথম বার ১০জনকে টিকা দেওয়া হলো। পর্যায়ক্রমে বরাদ্ধকৃত করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন সকলকে ২ ডোজ করে দেওয়া হবে।