ভোটের আগের রাতে ব্যালটে

নিজস্ব প্রতিবেদক : ভোট গ্রহণের আগের রাতে ব্যালটে সিল মারার অভিযোগে সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। পরে কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

আজ রোববার সকাল আটটা থেকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলা।

সিরাজগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফিরোজ মাহমুদ বলেন, ‘রাতের বেলা খবর পেলাম যে এই কেন্দ্রে অনিয়ম হয়েছে। তারপর সেখানে যাই। গিয়ে ব্যালট চোখে পড়ে। এসব অনিয়মে প্রিসাইডিং কর্মকর্তা ও তাঁর দুই সহকারীর জড়িত থাকার প্রমাণ মেলে। পরে প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন আর সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবদুল আলিম ও বেলাল হোসেনকে আটক করা হয়।’

জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন বলেন, গতকাল রাতে ব্যালটে সিল মারতে শুরু করেন সেখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। তাঁদের আটক করা হয়েছে। কেন্দ্রটিতে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।