ভোটারকে জুতাপেটার অভিযোগ পরাজিত প্রার্থীর বিরুদ্ধে

সিলেটের বালাগঞ্জের বোয়ালজুড় ইউনিয়নের এক মেম্বার প্রার্থীকে ভোট না দেওয়ার অভিযোগে এক ভোটারকে জুতাপেটা ও জুতার মালা গলায় দিয়ে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে রোববার সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৮-এ মামলা দায়ের করেছেন ঘটনার শিকার বোয়ালজুড় ইউনিয়নের সোনাপুর গ্রামের রহমত আলীর ছেলে মো. ইয়াছিন মিয়া।

মামলা সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বরের বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী ছিলেন পশ্চিম সোনারপাড়া দক্ষিণপাড়া গ্রামের আলকাছ উদ্দিনের ছেলে মো. নশর। নির্বাচনে তিনি পরাজিত হন। এতে পরাজিত মেম্বার প্রার্থী নশর ও তার সহযোগীরা ক্ষুব্ধ হয়ে গত ১৩ নভেম্বর স্থানীয় কামাল মিয়ার বাড়িতে ভোটার মো. ইয়াছিন মিয়া, আজমল আলী, রাসেল মিয়া, আলমগীর আলই, এনাম উদ্দিন ও আছাদ আলীকে ডেকে নিয়ে বেশ কিছু মানুষের সামনে জুতাপেটা করেন ও জুতার মালা গলায় পরিয়ে লাঞ্ছিত করেন।

এছাড়াও ইয়াছিনের কাছে নশর ও তার সহযোগীরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এ টাকা না দিলে ইয়াছিনকে গ্রামছাড়া করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন।

তবে এমন অভিযোগ মিথ্যা দাবি করেছেন মেম্বার পদপ্রার্থী নশর। তিনি গণমাধ্যমকে বলেন, আমি মাত্র ২২ ভোটে পরাজিত হয়েছি। নির্বাচিত মেম্বার আমার কারণে বেশ বেকায়দায় পড়েছিলেন। যে কারণে ইয়াছিনকে দিয়ে মিথ্যা অভিযোগে মামলা করিয়েছেন।