ভিকারুননিসার নতুন অধ্যক্ষ হাসিনা বেগম

নিউজ ডেস্ক : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কলেজ শাখার সহকারী অধ্যাপক হাসিনা বেগম। গণিত বিষয়ের সিনিয়র শিক্ষক মোহসিন তালুকদারকে মূল প্রভাতি শাখার প্রধান করা হয়েছে। গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার গতকাল শুক্রবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত সোমবার দুপুরের দিকে রাজধানীর শান্তিনগরে গলায় ফাঁস দিয়ে অরিত্রী অধিকারী (১৫) নামে ভিকারুননিসার এক স্কুলছাত্রী আত্মহত্যা করেন। অরিত্রী শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শাখার নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন থানায় ‘আত্মহত্যার প্ররোচণাকারী’ হিসেবে তিনজনের বিরুদ্ধে মামলা করেন অরিত্রীর বাবা। সেই মামলায় ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তাদের এমপিও বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।

মামলার আসামিরা হচ্ছেন-অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনা। এ মামলায় গ্রেপ্তার হয়ে শ্রেণি শিক্ষিকা হাসনা হেনা বর্তমানে কারাগারে রয়েছেন।