বেনাপোল সীমান্তে মাদক ব্যবসায়ীদের আঘাতে দিনমজুর গুরুতর আহত

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের শিবনাথপুর গ্রামের মিজান ও আব্দুল্লাহ নামের দু’জন মাদক ব্যবসায়ী মিথ্যা অভিযোগ এনে শাহাজামাল নামের এক দিনমজুরকে বেধড় মারপিট করে গুরুতর আহত করেছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার (৫ জুন) বিকালে শিবনাথপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে  দিনমজুর শাহজামাল মাঠে কাজে গেলে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী  মিজান ও আব্দুল্লাহ এসময় তাদের লুকিয়ে রাখা ভারতীয় ফেন্সিডিল খুঁজে না পাওয়ায় দিনমজুর শাহাজামালকে মিথ্যা দোষারোপ করে। এসময় তারা তাদের লুকিয়ে রাখা মাদক না পেয়ে দিনমজুরকে ইট দিয়ে স্ব-জোরে আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন,   শিবনাথপুর গ্রামের মিজান ও আব্দুলাহ দীর্ঘদিন সীমান্তের নানা পথ অতিক্রম করে ভারত থেকে বিভিন্ন মাদক এনে এলাকার যুব সমাজকে ধংস করে দিচ্ছে। এরা মাদক ব্যবসা করে এলাকায় প্রতিপত্তি ও প্রভাবশালী হয়ে ওঠায় কেউ এদের বিরুদ্ধে কথা বলার সাহস পাই না। মিজান আনিচ উদ্দিনের ছেলে ও আব্দুল্লাহ মুনছুর আলীর ছেলে। তারা সবাই পুটখালী ইউনিয়নের   শিবনাথপুর গ্রামের বাসিন্দা। বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই আলমগীর বলেন, এবিষয়ে কোন মামলা হয়নি তবে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।