বেনাপোল প্রায় তিন কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক আটক

এস এম মারুফ, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন যশোর-বেনাপোল মহাসড়কের    তালসারি নামক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, ঔষধ ও বিভিন্ন মালামাল সহ ০১ টি কাভার্ড ভ্যান আটক করেছে ৪৯ বিজিবি সদস্যরা। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে এ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল সহ কভার্ড ভ্যান আটক করা হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা জানান, দীর্ঘদিন যাবত কতিপয় অসাধু ব্যবসায়ী কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন অবৈধ মালামাল আনা নেওয়া করে। যার প্রেক্ষিতে বিজিবি’র বিশেষ গোয়েন্দা অভিযান জোরদার করা হয়। যার কারনে পূর্ব তথ্যের মাধ্যমে বেনাপোল ক্যাম্পে কর্মরত সুবেদার মোঃ আব্দুল ওহাব এর নের্তৃত্বে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেনাপোল বাজারস্থ তালসারি নামক স্থান হতে ০১টি কাভার্ড ভ্যানসহ শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ৭৪৩৪৩ পিস ও ওয়ান টাইম পেপার কাপ ২১৫৬ কেজি এবং বিভিন্ন প্রকার ঔষধ ৯৯৪০ পাতা ও ইনঞ্জেকশন ১২১৮ পিস আটক করা হয়। কাভার্ড ভ্যানসহ আটককৃত মালামালের মূল্য ২,৫৪,০০,০০০/- (দুই কোটি চুয়ান্ন লক্ষ) টাকা। কাভার্ড ভ্যানসহ আটককৃত মালামাল ২০ ডিসেম্বর বেনাপোল বিভাগীয় শুল্ক গোডাউনে জমা করা হয়েছে।