বেনাপোল কাস্টমসে চলতি অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ হাজার ২৪৪ কোটি টাকা

এস এম মারুফ, বেনাপোল প্রতিনিধিঃদেশের বৃহত্তর স্থল বন্দর বেনাপোল কাস্টমস হাউজে ২০২০-২১ চলতি অর্থবছরে ভারত হতে আমদানিকৃত পণ্য থেকে ৬ হাজার ২৪৪ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেনাপোল কাস্টমস হাউজকে রাজস্ব আয়ের এ লক্ষ্যমাত্রা  বেঁধে দেয়। চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা পরিমান গত অর্থবছরের চেয়ে  ২১৫ কোটি ৬৬ লাখ টাকা বেশি নির্ধারণ করা হয়েছে।  রাজস্বের লক্ষ্যমাত্রার তথ্যটি নিশ্চিত করেন বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা গোলাম সরোয়ার। এর আগে গত  ২০১৯ -২০ অর্থ বছরে বেনাপোল কাস্টমসে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ হাজার ২৮ কোটি ৩৪ লাখ টাকা। এ অর্থবছর শেষে আদায় হয় মাত্র ২ হাজার ৬৩৬ কোটি ৬৩ লাখ টাকা। ঘাটতি হয়েছিল ৩ হাজার ৩৯২ কোটি ২২ লাখ টাকা। এসময় সময় ভারত থেকে  আমদানি পণ্যের পরিমান ছিল ১৭ লাখ ৭৮ হাজার ৬২৮ মেট্রিক টন।