বেনাপোলে ৮২ বোতল ফেন্সিডিলসহ বরিশাল সরকারি মডেল স্কুলের শিক্ষক আটক

এস এম মারুফ, বেনাপোল প্রতিনিধিঃ সোমবার (২০ এপ্রিল) যশোরের বেনাপোল সীমান্তে  ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ “বরিশাল সরকারী মডেল স্কুল” এর সহকারী শিক্ষক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক নজরুল ইসলাম সুমন (৪২) সে বরিশালের মদর উপজেলার মকবুল আহমেদের ছেলে ও বরিশাল সরকারী মডেল স্কুলের সহকারী শিক্ষক। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে সকালে বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা এলাকা থেকে মোটরসাইকেল সহ সুমন নামে একজনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা স্কুল ব্যাগের ভিতর তল্লাশিকালে ৮২ পিচ ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা ৬ জন বরিশাল থেকে মোটরসাইকেলে করে বেনাপোলে এসে ফেন্সিডিল নিয়ে বরিশাল যাচ্ছিলো। এবং তার সাথে আাসা ৫ সহযোগী ফেন্সিডিল নিয়ে পালিয়ে গেছে এবং তিনি বিজিবি’র কাছে আটক হন। সে আরও স্বীকার করে তার সহযোগীদের মধ্যে একজন আইনজীবি, একজন সরকারী হাসপাতালের ডাক্তর, একজন ব্যাংকার ও দুই জন ব্যবসায়ি। ৪৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল সেলিম রেজা জানান, একটি চক্র বরিশাল থেকে বেনাপোলে এসে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় একজন আটক করা হয়েছে। আটক ও তার সহযোগীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হবে।।