বেনাপোলে ২০ হাজার মার্কিন ডলার সহ নারী পাসপোর্ট যাত্রী আটক

এস এম মারুফ, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ ভারত ভ্রমণ শেষে নিজ দেশে ফেরার পথে বাংলাদেশী এক নারী পাসপোর্ট যাত্রীকে ২০ হাজার মার্কিন ডলার ও দু’টি রেডমি নোট সেভেন প্রো মোবাইল ফোন সহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

আটককৃত- লাইলী রহমান লাকী মাদারীপুর জেলার শিবচর গ্রামের চররামারী কান্দি গ্রামের রহমান শরীফ এর মেয়ে। তার পাসপোর্ট নং (ইই ০২৭৫১৭০)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১২ টার সময় ভারত থেকে ফিরে ওই নারী কাস্টমস স্কানিং শেষে বের হলে তাকে সন্দেহ বশত তল্লাশি করা হয়। এসময় তার ল্যগেজ থেকে ২০ হাজার মার্কিন ডলার ও দুটি উন্নত মানের মোবাইল ফোন জব্দ করা উদ্ধার হয়।

বেনাপোল চেকপোষ্টে কাস্টমস সুপার কামরুল হোসেন ঘটনার সত্যতা শিকার বরে বলেন, উদ্ধারকৃত টাকা সহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।