বেনাপোলে শ্লীলতাহানির অভিযোগেে আওয়ামীলীগ নেতা আটক

যশোরের বেনাপোলে শ্লীলতাহানির ঘটনায় ওয়ার্ড আওয়ামীলীগের এক নেতাকে গণধোলাইয়ের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। বুধবার (১ এপ্রিল) বেনাপোল পাঠবাড়ি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উজ্জল কুমার বিশ্বাস জানায়, মঙ্গলবার রাতে বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামে সংখ্যালঘু এক নারী বাহিরে বের হলে ছোট আঁচড়া ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সরদার মদ্যপান অবস্থায় ওই নারীকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং তাকে গণধোলাইয়ের পর পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় লোকজন। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন গণধোলাই দেওয়ায় সে কিছুটা আহত হয়েছে তাই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।