বেনাপোলে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৩৮ পিচ মোবাইল জব্দ

এস এম মারুফ, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃযশোরের বেনাপোলে চার পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৩৮ পিচ মোবাইল ফোন জব্দ করেছে বেনাপোল কাস্টমস। শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় পাশ্ববর্তী দেশ ভারত ভ্রমণ শেষে চার বাংলাদেশি পাসপোর্ট যাত্রী বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে কাস্টমস স্ক্যানিং এর সময় তাদের গতিবিধি সন্দেহ হলে কাস্টমস সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে ইবনে নোমান, আঃ রহমানসহ আবু বক্কার ছিদ্দিক তাদের দেহ ও ল্যাগেজ তল্লাশিকালে অভিনব কায়দায় তাদের কোমরে লুকিয়ে রাখা ভারতীয় ওয়ানপ্লাস, নকিয়া, স্যামস্যাং, ভিভো ও জিওনো ব্র্যান্ডের ৩৮ পিচ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

কাস্টমস সুপার রফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মোবাইল ফোন বাংলাদেশ কাস্টমস বিধিমালা অনুযায়ী (ডিএম) করা হয়েছে। তারা চাইলে যে কোন সময় কাস্টমস বিধিমালা মেনে আটককৃত মোবাইল গ্রহণ করতে পারবেন।