বেনাপোলে চেকপোস্ট বাজার কমিটির উদ্যোগে মাস্ক বিতারণ

এস এম মারুফ, বেনাপোল প্রতিনিধিঃ বন্দর নগরী বেনাপোলে করোনা ভাইরাস সহ নানা ধরনের জীবানু থেকে সাধারন মানুষের ভিতর জনসচেতনতা বাড়াতে মাস্ক বিতারন করেছেন বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির। শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১ টার সময় বেনাপোল চেকপোস্টের রাজা- বাদশা মানি চেঞ্জারের সামনে এ মাস্ক সাধারণ মানুষের মাঝে বিতারন করা হয়। উক্ত অনুষ্ঠানটি চেকপোস্ট বাজার কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান ঘেনা’র সভাপতিত্বে ও অর্থ সম্পাদক সাহেব আলী’র সঞ্চালনায় কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আশা বলেন, আমাদের যতটুকু সচেতন হওয়া প্রয়োজন আমরা কি ততটুকু সচেতন আজও হতে পেরেছি? আমার মনে হয় না। আর সেই কারনেই মানুষের মাঝে সচেতনতা বাড়াতেই বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির উদ্যোগেই এই মাস্ক বিতারন করা হয়েছে।

কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এইচ এম আবুল বাসার বলেন, বর্তমান সময়ে করোনা ভাইরাস এড়াতে এবং জনসচেতনতা বাড়াতে সরকার পত্রিকা, টিভি চ্যানেল সহ বিভিন্ন ভাবে সতর্কবার্তা ও পরিস্কার পরিচ্ছন্ন সহ মাস্ক ব্যবহারে করতে বললেও সেটি দেশের বেশির ভাগই মানুষ মানছেন না। তাই এই মাস্ক দিয়ে আমরা যতটুকু পেরেছি তা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আসুন আমরা সবাই সতর্কতার সাথে পরিচ্ছন্ন জীবন যাপন করি। উক্ত মাস্ক বিতারণ অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন কমিটির অর্থ সম্পাদক মোঃ সাহেব আলী।