বেগমগঞ্জ ও সেনবাগে অবৈধ ইটভাটার ছড়াছড়ি ; পরিবেশ হুমকির মুখে প্রশাসন নিরব

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগে পরিবেশ ছাড়পত্র বিহীন অবৈধ ইটবাটার ছড়াছড়ি। প্রশাসনকে মাসোয়ারা দিয়ে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ব্রিকফিল্ড। পরিবেশ মারাত্নক হুমকির মুখে। বেগমগঞ্জে অবৈধ ইটভাটা গুলো হলো চৌমুহনী চৌরাস্তার পশ্চিমে বারইচতল বাংলা বাজার আহম্মদ উল্যাহ ব্রিকস, আমানতপুর ব্রিকস, আমান উল্যাহ পুরের পলোয়ান ব্রিজের উত্তর পাশের ইটবাটা, বেগমগঞ্জ ১৩ নং রসুলপুর ইউনিয়নের অবৈধ ইটবাটা গুলো হলোঃ জমিদার হাটের পশ্চিমে বড়পোল সংলগ্ন হোসনা ব্রিকস, কুতুব ইউনিয়নের মীর আহম্মদপুর বটতলা এ. এম. বি. (২) রফিকপুরে হোসনা ব্রিকস (১) জমিদার হাট সংলগ্ন পূর্ব পার্শ্বে মেইন সড়কের উত্তর পাশে মেঘনা ব্রিকস, সেনবাগের অবৈধ ইটবাটা গুলো হলোঃ সেনবাগ কানকির হাট সড়কে নলুয়া নামক স্থানে বিজয় ব্রিকস, ২নং কেশারপাড় সর্দার পাড়া কালারাইতা রাস্তার দক্ষিণ পার্শ্বে এন. কে. ব্রিকস, মতইনে রয়েছে বাবা ব্রিকস, সোনাইমুড়ী কানকির হাট রোডের উত্তর পার্শ্বে খাজুরিয়া রয়েছে নুর বানু ব্রিকস, সেনবাগ বাজারে উত্তর পার্শ্বে মেইন সড়কের পূর্ব পার্শ্বের ইটবাটা সেনবাগ বাজারের দক্ষিন মেইন সড়কের পার্শ্বে রয়েছে নাজমা ব্রিকস, সেনবাগের ইয়ারপুরে মোস্তফা ব্রিকস, দিগন্ত ব্রিকস, মেঘনা ব্রিকস, বীজবাগে রয়েছে নাজমা ব্রিকস, এসব ইটবাটার মালিকরা প্রশাসনকে মোটা অংকের মাসোয়ারা দিয়ে ফিল্ড ব্যবসা চালিয়ে যাচ্ছেন।